Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

ডিপ্লোমা ইন্টারনি নার্স-ইন্টার্নি মিট ওয়াইফরা ভাতার দাবিতে কর্মবিরতি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৫:০১ পিএম


ডিপ্লোমা ইন্টারনি নার্স-ইন্টার্নি মিট ওয়াইফরা ভাতার দাবিতে কর্মবিরতি

দিনাজপুর সদর হাসপাতালে ৭৮জন ডিপ্লোমা ইন্টারনি নার্স ও ডিপ্লমা ইন্টার্নি মিট ওয়াইফরা ভাতার দাবিতে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন।

দিনাজপুর সদর হাসপাতালের প্রধান গেটে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন করেন ডিপ্লোমা ইন্টারনি নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন  মিডওয়াইফরা। মানববন্ধন থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলাকালীন সময়ে নার্স এনামুল হক, তাহারিনা আক্তার জিমি, সঞ্জয় বাসকে, রুহুল আমিন, বীরঙ্গনা ও সানজিদা আক্তার মনি বক্তব্য রাখেন।

তারা বলেন, দুর্মূল্যের বাজারে কোনরকম ভাতা ছাড়াই হাসপাতালে রোগীদের সেবা দিয়ে আসছেন। এর বিনিময়ে তারা কোন সম্মানি পাচ্ছেন না। এতে তাদের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। মাসে তাদের ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হচ্ছে। পরিবার থেকে সহযোগিতা করার মতো সামর্থ নেই।

বক্তারা বলেন, বেতন বা ভাতা না পাওয়ায় হাসপাতালে ইন্টারনিশিপ করা কঠিন হয়ে পড়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, ডিপ্লোমা ইন্টারনি নার্স ও ডিপ্লোমা ইন্টারনি মিট ওয়াইফরদের ন্য়ায়সংগত ভাতা প্রদান করার জন্য জোর দাবি জানান।

এআরএস

Link copied!