Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

সড়কে স্ত্রীর মৃত্যুর আধাঘণ্টা পর হাসপাতালে প্রাণ হারালেন স্বামী

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৩, ০৩:১৩ পিএম


সড়কে স্ত্রীর মৃত্যুর আধাঘণ্টা পর হাসপাতালে প্রাণ হারালেন স্বামী

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে আহত স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে পাখিভ্যান থেকে পড়ে মারা গেছেন রেহেনা বেগম (৫০) নামে এক নারী। হাসপাতালে নেওয়ার পর মারা যান স্বামী সামছুল ইসলামও।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামছুল ইসলামের মৃগী রোগ ছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি বাড়ির পাশে পুকুরের পানিতে নামলে তার খিচুনি দেখা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের কুমড়াবাড়িয়া ঘোষপাড়া এলাকায় সড়কের ওপর ভ্যান থেকে পড়ে মাথায় ও কানে আঘাত পান  স্ত্রী রেহেনা বেগম। এ সময় প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে ভ্যান থেকে পড়ে গিয়ে স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ স্বামী সামছুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কিন্তু সেখানে নেওয়ার আগেই মারা যান তিনি।

চিকিৎসক রাজিব হাসান জানান, ওই ব্যক্তির মৃগী রোগ ছিল। পানিতে পড়ে তার খিচুনি শুরু হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছিল।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

এআরএস

Link copied!