Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

ঘোড়াঘাটে শান্তিপূর্ণ হরতালে ৯ নেতাকর্মী আটক, আ.লীগের শান্তি সমাবেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৩, ০৬:০৮ পিএম


ঘোড়াঘাটে শান্তিপূর্ণ হরতালে ৯ নেতাকর্মী আটক, আ.লীগের শান্তি সমাবেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে বিএনপির ডাকা দিনব্যাপী হরতাল। এই উপজেলার উপর দিয়ে যাওয়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অন্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল একেবারেই কম। দুরপাল্লার কোন যানবাহন যাতায়াত করতে দেখা যায়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে এই উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে দেখা যায়নি।

উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা যায়, স্থানীয় বাস টার্মিনালে দুরপাল্লা কিংবা আন্তঃজেলা বাস সার্ভিসের কোন পরিবহণ সেখানে নেই। সড়ক এবং মহাসড়কেও দেখা মেলেনি এসব যানবাহনের। পাশাপাশি পন্য পরিবহণে ব্যবহারিত দু’একটি ছাড়া কোন ট্রাকও দেখা যায়নি। তবে সড়কে রিক্সা, ভ্যান, ইজিবাইক সহ ব্যাটারী চালিত তিন চাকার বিভিন্ন বাহন ছিলো চোখে পড়ার মত। যাতায়াতের ক্ষেত্রে চার চাকার গাড়ির পরিবর্তে তিন চাকার এসব পরিবহণ ব্যবহার করছে সাধারণ মানুষ।

তবে শনিবার সন্ধা থেকে রবিবার ভোর বেলা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে তাদেরকে দিনাজপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ। হরতালে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার রাণীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারে মোতায়েন করা হয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশের পৃথক দুটি টহল টিম পুরো উপজেলায় টহল কার্যক্রম জোরদার করেছে।

গ্রেপ্তার আসামীরা হলেন, পৌর এলাকার বাগানবাড়ী গ্রামের শমসেল মন্ডলের ছেলে মাসুদ রানা (৩৮), চম্পাতলী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে ইনছের আলী (৪৫), নয়াপাড়া গ্রামের মৃত বেল্লাল মন্ডলের ছেলে মাসুম মন্ডল (৪৫), একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুল খালেক (৬৩), সাহেবগঞ্জ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মুরাদ হোসেন (৩২), কাজীপাড়া গ্রামের মৃত রফিকুল আলমের ছেলে আবু তাহের মুরাদ (৪৯) এবং ২নং পালশা ইউনিয়নের পালশা-পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়াত আলীর ছেলে আবদুল্লাহিল কাফি (৫৫), পুড়ইল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে খাইরুল ইসলাম বকুল (৫০) ও পালোগাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৫০)।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোড়াঘাটে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। রবিবার বেলা ১১টায় রাণীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নাশকতা চেষ্টার মামলায় তদন্তেপ্রাপ্ত ৯ জন আসামীকে আমরা গ্রেপ্তার করেছি। দিনব্যাপী হরতালে যেকোন ধরণের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন সহ টহল টিম কাজ করছে।

আর

 

Link copied!