Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

অবরোধে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ০৫:২৪ পিএম


অবরোধে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকে ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩১অক্টোবর) ভারতীয় কাঁচামরিচ পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বন্দরে পণ্যের লোড-আনলোডের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। এদিকে আইনশৃংখলা রক্ষায় চারমাথা, বাসষ্ট্যান্ড, পোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, অবরোধের কোন প্রভাব পড়েনি পানামা পোর্টে। রিতিমত প্রতিদিনের ন্যায়ে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাকগুলো আসছে এবং পোর্টে লোড আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এইচআর

Link copied!