Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

ঝিনাইদহ সীমান্তবর্তী গ্রামে বিষধর রাসেল ভাইপার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৩:৪৮ পিএম


ঝিনাইদহ সীমান্তবর্তী গ্রামে বিষধর রাসেল ভাইপার

ঝিনাইদহ মহেশপুরে শ্যামকুড় পশ্চিম পাড়ার মাঠ থেকে বিরল প্রজাতির রাসেল ভাইপার বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী ও বন বিভাগ জানায়, বুধবার দুপুরে শ্যামকুড় নয়া পাড়া মাঠে ছিমের ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক কাজে গেলে সাপটি দেখতে পায়। এ সময় তারা আরও কয়েকজন যুবক একত্রিত হয়ে কৌশলে সাপটি বস্তা বন্দি করে।

বিষয়টি স্থানীয়রা ৯৯৯ নম্বারে ফোন দিয়ে জানালে সেখান থেকে যশোর বন বিভাগকে অবহিত করা হয়। পরে মহেশপুর বন বিভাগ শ্যামকুড় ইউনিয়নের আরিফুল ইসলাম ও উজ্জ্বল মিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকালে বন্যপ্রাণী অপরাধ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যশোর শারসার প্রতিনিধি ইলিয়ান হোসেন ও জাহিদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং বন মহেশপুর বিভাগের স্থানীয় ফরেস্টার কাজ থেকে সাপটি গ্রহন করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বিরল প্রজাতির সাপ সহজে দেখা যায় না। বিষধরের দিক থেকে বিশ্বে ৫ নম্বর এবং আক্রমণে ১ নম্বর।

শ্যামকুড  এলাকাবাসি জানান, ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় সাপটি দেখা যাচ্ছে। গত বছর একটি উদ্ধার করা হয়। ভংয়কর বিষাধর সাপ আটক হওয়ায় ওই অঞ্চলে সাপ আতঙ্ক বিরাজ করছে।

এআরএস

Link copied!