Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

ঘোড়ঘাটে গৃহবধূ হত্যা রহস্য উদঘাটন

শশুরবাড়িতে হেনস্থার শিকার হয়ে স্ত্রীকে হত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৩, ০৫:২৩ পিএম


শশুরবাড়িতে হেনস্থার শিকার হয়ে স্ত্রীকে হত্যা

দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূ ফেরদৌসি বেগম (২২) হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামীকে। এছাড়া হত্যাকাণ্ডের আলামত হিসেবে ঘাসকাটার কাচি এবং বস্তা জব্দ করেছে পুলিশ।

বৃৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

আব্দুল্লাহ আল মাসুম জানান, ‘গত চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ফেরদৌস বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী। সর্বশেষ গত একমাস পূর্বে ফেরদৌসী বেগমকে মারপিট করে তার স্বামী সাগর। নির্যাতনের শিকার ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যায়। কয়েকদিন পর স্বামী সাগর শশুর বাড়িতে যায় স্ত্রীকে নিয়ে আসতে। তবে বারবার নিজেদের মেয়েকে নির্যাতন করার প্রতিবাদে শশুর বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তার স্ত্রী ফেরদৌসি বেগম দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন।’

তিনি আরও জানান, ‘এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে এসে হত্যার পরিকল্পনা করতে থাকে সাগর। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায় ফেরদৌসি বেগম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছু সময় পর সাগর নিজেও সেই জমিতে গিয়ে স্ত্রীকে জাপটে ধরে জমির আইলের (পানি প্রবাহের সরু ড্রেন) উপর শুইয়ে দেয় এবং দুই হাত বেঁধে ফেলে। এরপর নিজের কাছে থাকা দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে সেখানে মরদেহ ফেলে চলে যায় ঘাতক সাগর।’

এরআগে বুধবার দুপুরে ধানের জমিতে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন মাছ শিকার করতে যাওয়া কয়েকজন আদিবাসী নারী পুরুষ। পরে তারা গ্রামবাসীকে জানালে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। দুপুর সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেন। সন্ধ্যা ৬টায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের মৃত নওশা মিয়ার ছেলে সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা শিকার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পুলিশ সুপার স্যারের সার্বিক নির্দেশনায় আমরা ঘটনার কয়েক ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। বৃৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে উঠানো হলে, তিনি আদালতে ১৬৪ ধারায় জবাববন্দী দিয়েছেন।’

এআরএস

Link copied!