Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪,

বিরামপুরে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৩, ০৯:১০ পিএম


বিরামপুরে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গতকাল শনিবার রাত ও আজ রোববার (১২ নভেম্বর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বিরামপুর পৌরশহরের পূর্বপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৮), হাবিবপুর এলাকার মঞ্জুরুল ইসলাম (৪৪), ইসলামপাড়া এলাকার আকরাম আলী (৫০), জগদিসপুর এলাকার আব্দুল লতিফ (৫৫), ঈদগাহ আবাসিক এলাকার আনারুল ইসলাম (৩৮), দিওড় দক্ষিণ পাড়া এলাকার মামুনুর রশিদ বাবু (৪০), একইর বাজার ময়নুদ্দীন সরকার (৬৮), তকিপুর এলাকার নূরে আলম (৪২), একই এলাকার মোকছেদ আলী (৪২)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘নাশকতা পরিকল্পনা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!