সীতাকুণ্ড প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫, ০৯:৪১ পিএম
সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজন ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকাল ৩টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ও সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর—বায়োজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জঙ্গল লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্ত অমিত আইচকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইএইচ