যশোর ব্যুরো
আগস্ট ৩, ২০২৫, ০৬:২৭ পিএম
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রোববার “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর ও ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উপাচার্য বলেন, “উচ্চশিক্ষায় গমন ও উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে। তোমরা বিশ্ব দরবারে যবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ ও মাটির কল্যাণে কাজ করবে।”
সেমিনারে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তরুণ শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। সেমিনার শেষে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এটি যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমন একটি সংবর্ধনা।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
ইএইচ