Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪,

বাকেরগঞ্জে ফেরী চলাচলের দাবীতে সমাবেশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৩, ০৪:৫৭ পিএম


বাকেরগঞ্জে ফেরী চলাচলের দাবীতে সমাবেশ

বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে (ডিসি রোড) ফেরি চলাচলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা থেকে বাউফল উপজেলায় যাতায়াতের পথ সুগম করতে ডিসি ঘাটে ফেরী চলাচলের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় কবাই ইউনিয়নের ডিসিঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন।

উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি এনায়েত হোসেন খান ছানা, বাস মালিক সমিতির নির্বাহী সদস্য মো. হালিম আকন, আলহাজ্ব আজিজুল হক তালুকদার, ইউসুফ আলী হাওলাদার, বাবুল হাওলাদার, শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহআলম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মাসুম শিকদার, লাইন সম্পাদক জামাল হোসেন মোল্লা, মো. রবিউল শিকদার, অটো শ্রমিক ইউনিয়ন সম্পাদক দোলন হাওলাদার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ।

এ সময় বক্তারা উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ কারখানা নদীর ডিসি ঘাটে অনতিবিলম্বে ফেরী সার্ভিস দেওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোহসীন বলেন, আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মনে যে কোন মূল্যে বাকেরগঞ্জ উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ডিসিরোড এলাকায় জনদুর্ভোগ লাগবে অচিরেই ফেরী সার্ভিস চালু করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে৷ এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।

এইচআর
 

Link copied!