Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

মহেশপুর পৌরসভার সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হকের জানাজা সম্পূর্ণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৫:৪১ পিএম


মহেশপুর পৌরসভার সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হকের জানাজা সম্পূর্ণ

মহেশপুর পৌর সভার সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলুর জানাজা সম্পূণ হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে মহেশপুর কেন্দ্র জামে মসজিদ প্রাণঙ্গনে জানাজা নামাজ সম্পূর্ণ হয়।

জানাজা নামাজে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনে এমপি এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের আ’ লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ সালাউদ্দিন মিয়াজি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ, পৌর সভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জহাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।

শেখ এমদাদুল বুলু মহেশপুর শহরে এক সম্ভ্রান্ত মসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৃত. শেখ একরাম হোসেন,তিনি ১৯৬৯ সালে মহেশপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন, তার ২ ছেলে ৪ মেয়ে, শেখ এমদাদুলহক বুলু সবার বড়। ১৯৬৯ সাল থেকে ছাত্র লীগের মাধ্যমে ছাত্র লীগে পদার্পণ করেন। তিনি ২ যুগ ধরে মহেশপুর পৌর সভার সাধারণ সম্পাদকে দায়ীত্ব পালন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় ৬.১৫ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে জেলা, উপজেলা ও পৌর আঃলীগ এবং মহেশপুর উপজেলা পৌর জাতীয় পার্টির নেত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন।

উল্লোখ্য, তার ছোট ভাই শেখ এনামুলহক দুলু মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। সাংবাদিক শেখ এনামুলহক দুলুর বড় ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাবের সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরএস

Link copied!