Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

সংসদে গেলো সুন্দরগঞ্জের ঢেঁকি

সাইফুল আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

সাইফুল আকন্দ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

জানুয়ারি ৮, ২০২৪, ০৪:৩৭ পিএম


সংসদে গেলো সুন্দরগঞ্জের ঢেঁকি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুদরগঞ্জ) সংসদীয় আসন স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার (ঢেঁকি) ৬৬ হাজার ৯৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনার পর ১১৪টি ভোটকেন্দ্রের ফলাফলে ৬৬ হাজার ৯৩৮ ভোট পায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ নিগার (সাগর) নির্বাচিত হয়েছে মর্মে ফলাফল ঘাষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটায়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৪ হাজার ৪৬৬ ভোট।

উল্লখ্য, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে আসন ১১৪ টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৪৬ জন ভোটার রয়েছে।

এআরএস

Link copied!