Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

বরগুনায় জয়ী যারা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৪, ০৫:২৭ পিএম


বরগুনায় জয়ী যারা

বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

রোববার রাত দশটার দিকে বরগুনা জেলা রিটানির্ং কর্মকর্তার কার্যালয় থেকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বরগুনা-২ আসনে এর মধ্যে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতিকে পেয়েছেন ৫৮ হাজার ১৭৪ ভোট।

নৌকা প্রতিকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ৯৮ ভোট। বরগুনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সুলতানা নাদিরা নৌকা প্রতিকে ১,৪৮,০৩২ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট। বরগুনা-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৪৭ জন। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৯৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১১৪টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহন। কোনোপ্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রের ফলাফলে বরগুনা-১ আসনে ঈগল প্রতিকের পার্থী গোলাম সরোয়ার টুকু  ও বরগুনা-২ আসনে নৌকা প্রতিকের সুলতানা নাদিরাকে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

এইচআর

Link copied!