Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে বাসদের মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ৯, ২০২৪, ০১:১৭ পিএম


প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে বাসদের মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে অনতিবিলম্বে নির্বাচন বাতিলের দাবী জানিয়েছেন বাম গণতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (৯জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে এক মানববন্ধন অনুষ্ঠানে এসব কথা বলেন নেতাকর্মীরা।

বরিশাল জেলা বাসদের সমন্বয়ক মনিষা চক্রবর্তী বলেন, এই প্রহসনের নির্বাচন বাংলাদেশ গণতান্ত্রিক দল (বাসদ) মেনে নিবেননা। যেখানে ১০/১২% ভোট পরেছে অথচ এই অবৈধ সরকার ৪০-৪১% ভোট পরেছে বলে দাবী করেছেন।

তাই জণগণের প্রতি দাবী জানিয়ে মনিষা চক্রবর্তী বলেন, আসুন আমরা সকলে এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি। এসম তিনি আরও বলেন, নতুন করে সকলের গ্রহনযোগ্য ভাবে নির্বাচন না দেয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

কমিউনিস্ট পার্টির দুলাল মজুমদার বলেন, যেখানে শিশুরা ও ভোট দিয়েছেন। প্রতিপক্ষের কাছে কোনো জবাবদিহি ছিলোনা এমনকি তেমন কোনো ভোটাররা উপস্থিত ছিলোনা সেই প্রহসনের নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি।

বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ইয়ের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এইচআর

 

 

Link copied!