Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

বরিশালে আগুনে ১৪ দোকান ও ঘর পুড়ে ছাই

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৪:১৬ পিএম


বরিশালে আগুনে ১৪ দোকান ও ঘর পুড়ে ছাই
ছবি: আমার সংবাদ

বরিশালের বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম।

জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সঙ্গে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬টার দিকে পুরোপুরি আগুন নেভানোর কাজটি সম্পাদন করি।

তিনি বলেন, আগুনে বাজারের ৯টি দোকান ও ৫টি বসতঘর পুড়ে গেছে, তবে কোন হতাহতের খবর আমরা পাইনি।

নিয়ামতি বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, আগুনে বাজারের বেকারি ব্যবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট নয়টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক যায় এবং ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

ইএইচ

Link copied!