Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৬:১৪ পিএম


বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি শুভ
খান আহমেদ শুভ। ফাইল ছবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

বুধবার এমপির ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রবিবার জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়। এরমধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গোলাম দস্তগীর গাজী।

এ কমিটির সদস্যরা হলেন, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আজীম, আনোয়ারুল আশরাফ খান, আবদুল মোমিন মন্ডল, ওয়াকিল উদ্দিন, খান আহমেদ শুভ, রাগিবুল আহসান ও নাসের শাহরিয়ার জাহেদী।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের টানা ৪ বারের এমপি একাব্বর হোসেনের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে এমপি নির্বাচন হন খান আহমেদ শুভ।

এরপর দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পুনরায় এমপি নির্বাচন হন তিনি। এর আগে এমপি শুভ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুকের ছেলে।

ইএইচ

Link copied!