Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টায় আটক-১

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি:

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৫:৩৯ পিএম


মাগুরায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টায় আটক-১

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন নামের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় তার সাবেক স্বামী সুমন মোল্যা নামের এক যুবক। অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর. এস কে. এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়,উপজেলা সদরের চরপাচুড়িয়া গ্রামের রিপন শেখ মেয়ে রিমা পারভীনের সাথে প্রতিবেশী ফরিদপুরের বোয়ালমারির ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে সুমন মোল্যার (৩০) সাথে সাত মাস আগে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ছাড়াছাড়ি হয়ে যায়। 

রিমা মহম্মদপুর সদরের মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ অংশ গ্রহণ করে।

বিয়ের পর ছেড়ে যাওয়ার (তালাক) ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওঁতপেতে ছিল সুমন। পরীক্ষা শেষে রিমা কেন্দ্রের বাইরে যাওয়ার পর অতর্কিতে হামলা চালায়।

হামলা থেকে রিমা রক্ষা পেলেও ঠেকাতে গিয়ে আলী হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী জখম হয়েছে। আহত আলী হাসান সদরের বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। সে সদরের বাঐজানি গ্রামের কাবুল মিয়ার ছেলে। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 ঘটনার পর মহম্মদপুর থানা পুলিশ  সুমন মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। 

মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর.এস কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম জানান,পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিআরইউ

 

Link copied!