Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

‘মোর পোলাডারে নির্যাতন করে মাইরা হালাইছে’

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:৫৯ পিএম


‘মোর পোলাডারে নির্যাতন করে মাইরা হালাইছে’

মোর পোলাডারা নির্যাতন করে ছালাম গাজী ও হ্যার পোলা নজরুল মাইরা হালাইছে। মুই এহন ক্যারে লইয়্যা বাঁচবো। মুই ছালাম ও হ্যার পোলা নজরুলের বিচার চাই। কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ করেন নিহত বেলালের মা আকলিমা বেগম।

ডেকোরেটর মালিক ছালাম গাজীর দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক বেলাল মারা গেছে। পুলিশ নিহত শিশু শ্রমিক বেলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার ঘোপখালী বাজারে শনিবার রাতে। এ ঘটনার পরপর ডেকোরেটর মালিক ছালাম ও তার ছেলে নজরুল গাজী পলাতক রয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে বেলাল মিয়া (১৬) গত ৬ বছর ধরে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী বাজারের ছালাম গাজীর ডেকোরেটর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো।

বেলালের মায়ের আরও অভিযোগ শনিবার রাতে তার ছেলেকে ছালাম ও নজরুলসহ তার লোকজন নির্যাতন করেছে। ওই নির্যাতনে তার ছেলে বেলাল মারা গেছে।

ডেকোরেটর দোকানমালিক ছালাম দাবি করেন রাতে দোকানে কাজ করা অবস্থায় বেলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ওই সময় দোকানে বেলাল ছাড়া আর কেউ ছিল না। এ ঘটনার পরপর ডেকোরেটর দোকান মালিক ছালাম গাজী ও তার ছেলে নজরুলসহ সকলে পালিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত বেলালের বড় বোন নাজমিন বলেন, আমার ভাইকে নির্যাতন করে এখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে বলে অপপ্রচার চালাচ্ছে। আমার ভাইকে যদি ছালাম নাই মারতো তাহলে তারা কেন পালিয়ে যাবে। আমি এ ঘটনার বিচার চাই।

ডেকোরেটর দোকান মালিক ছালাম গাজী নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, মাহফিল শেষে মালামাল  দোকানে এনেছি। ওই মালামাল গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বেলার।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াত বলেন, বেলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আসল রহস্য বলা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ

Link copied!