Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন: মঠবাড়িয়ায় নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৪:৫০ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: মঠবাড়িয়ায় নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরক্ষণে এমন ঘোষণা আসলে একটা স্বস্তির বার্তা বয়ে আনে সাধারণ মানুষের মনে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি মাঠ চষতে শুরু করেছেন।

এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর নাম শোনা যায় এবং মাঠে বিরামহীন কাজ করতে দেখা গেছে তাদের। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান।

যেহেতু এখানকার নির্বাচন প্যানেল ভিত্তিক, তাই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা তেমন একটা চোখে পরে না।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে মঠবাড়িয়ার অতীত ও বর্তমান বিষয়ের ওপর বিবেচনা করে যাকে সব সময় জনসাধারণ কাছে পায় এরকম একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, আমার ভাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুর রহমানকে মঠবাড়িয়ার মানুষ বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেছিলেন। তার সালিশ ব্যবস্থা ও ন্যায় বিচারে খুশি হয়ে সর্বস্তরের মানুষ গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আশরাফুর রহমানকে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। সরকারি সিদ্ধান্তে আশরাফুর রহমানকে বসিয়ে দেওয়া হয়। আমার বড় ভাই শামীম শাহনেওয়াজ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন। আশরাফুর রহমানের প্রতি জনগণের ভালবাসা ও বিগত সাড়ে ৪ বছরের সর্বস্তরের মানুষের প্রতি আমার ভালোবাসার প্রতিফলন হিসেবে, শামীম শাহনেওয়াজকে বিপুল ভোটে বিজয়ী করেন। আমরা জনসাধারণের ভালো-মন্দ কথার গুরুত্ব দিই। মানুষ আমাদের ভালোবাসে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষ আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করবেন, ইনশাল্লাহ।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান বলেন, আমি নতুন প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য- এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন। মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

ইএইচ

Link copied!