Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

প্রকৃত প্রকৌশলী হতে হলে সর্বগুনের অধিকারী থাকতে হবে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৩:৩৪ পিএম


প্রকৃত প্রকৌশলী হতে হলে সর্বগুনের অধিকারী থাকতে হবে

দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ওয়াদুদ মন্ডল বলেছেন, একজন প্রকৃত প্রকৌশলী হতে হলে সবগুনের অধিকারী হতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে দেহ ও মন সুস্থ থাকে এবং মেধার বিকাশ ঘটে। তোমরা সর্বগুনের অধিকারী এবং বড় প্রকৌশলী হয়ে দেশ ও জাতির শুধু মুখ উজ্জ্বল করবে না, পিতা-মাতারও মুখ উজ্জ্বল করবে।

শনিবার ‘জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা- সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গন’ এ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (ডিআইএসটি) আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডিআইএসটির অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিআইএসটির চেয়ারম্যান মাহমুদুর রশিদ শোভন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- ডিআইএসটি’র ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাকেদুল ইসলাম।

ডিআইএসটি’র এডমিন অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন- ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান স্বপন চন্দ্র শীল, সিভিল বিভাগীয় প্রধান সামা আক্তার সুফিয়া, কম্পিউটার সায়েন্স বিভাগীয় প্রধান শাহাদাৎ হোসেন, টেকনিক্যাল বিভাগীয় প্রধান মো. আসাদুর রহমান, টেক্সটাইল বিভাগীয় প্রধান নাসরিন আক্তার।

এছাড়া সকাল ১১টায় চাউলিয়াপট্টিস্থ ডিআইএসটি’র ভবন থেকে ডিআইএসটি’র সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষার্থীর অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ওয়াদুদ মন্ডল ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ইএইচ

Link copied!