Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

মিউনিসিপ্যাল মহিলা কলেজ প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:২৭ পিএম


মিউনিসিপ্যাল মহিলা কলেজ প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার উদ্যােগে নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে মাটিরাঙ্গা পৌর সভা সংলগ্ন মাটিরাঙ্গা মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মহিলা কলেজ প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পৌর সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মহিলা কলেজ প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মো.শামছুল হক।

এসময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাসেম, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন এর সভাপতি চাইপ্রু চৌধুরী, মাটিরাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুদুঅং মারমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মো.নুরুল ইসলাম (পিসি), মাটিরাঙ্গা পৌর সভার কাউন্সিলর মো.আলাউদ্দিন লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জহির উদ্দিন ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসের, পৌর সভার কাউন্সিলর মো.মিজানুর রহমান খোকন, কাউন্সিলর মো.তৌফিক,কাউন্সিলর মো. আলমগীর,কাউন্সিলর মো.শফিকুর রহমান  মাটিরাঙ্গা উপজেলা ছাত্র লীগের সভাপতি মো.তসলিম উদ্দিন রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মো.মো.মহিউদ্দিন, মাটিরাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামী লীগের উপদেষ্টা বাবুল বণিক সহ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, হেডম্যান,সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় বক্তারা মাটিরাঙ্গায় নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শ্রেণি কার্যক্রম শুরু করার দাবী জানিয়ে বক্তারা আরো বলেন মাটিরাঙ্গায় নারী শিক্ষার দ্বার উন্মোচিত না হওয়ায় এসএসসি পাশ করার পর অনেকেই শিক্ষা লাভ থেকে ছিটকে পড়ে। তাই এখানে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হলে মাটিরাঙ্গায় নারী শিক্ষার উন্নয়ন ঘটবে।

মাটিরাঙ্গা উপজেলার পিছিয়ে পড়া নারী শিক্ষাকে এগিয়ে নিতে পৌর সভার উদ্যােগে পৌর নাগরিকদের সাথে নিয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মহিলা কলেজ প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন  মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মহিলা  কলেজের উদ্যোক্তা ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক তিনি আরো বলেন,  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চালুর ঘোষণা প্রদান করেন। 

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে  কলেজের নাম করণ করা হয় ‘মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মহিলা কলেজ’।

এইচআর

Link copied!