Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪,

ইফতারের দোকানে গ্যাস সিলিন্ডারের অনিরাপদ ব্যবহার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৩:০৮ পিএম


ইফতারের দোকানে গ্যাস সিলিন্ডারের অনিরাপদ ব্যবহার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইফতারের দোকানগুলোতে অরক্ষিত ও অনিরাপদভাবে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হচ্ছে। ফলে এ সমস্ত দোকানগুলোতে যে কোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মতো দুর্ঘটনা ঘটে লোকজন হতাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে এমনই দৃশ্য চোখে পড়েছে।

এর আগে আড়াইহাজার পৌর বাজারে একটি চায়ের দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জন এবং একটি রেস্টুরেন্টে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

এর আগে ঘটেছিল বাজারের মসজিদ গলির শাহাজালাল মার্কেটে এবং অপর ঘটনাটি ঘটেছিল বাজারে অবস্থিত দুবাই প্লাজার ৫ম তলায় রয়েল রেস্টুরেন্টে। ঘটনায় আহত রয়েল রেস্টুরেন্টের ম্যানেজার ফরিদ (৩৫) হাসপাতালে মারা যায়। কাছাকাছি সময়ে দুটি দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ফলে আড়াইহাজারের সাধারণ মানুষদের মধ্যে গ্যাস সিলিন্ডারের প্রতি একটি অজানা আতঙ্ক কাজ করছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। দোকানদারকে সতর্ক করার জন্য তাদের ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে।  অমরা এ ব্যাপারে মোবাইলকোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেব।

ইএইচ 

Link copied!