ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০১:৫৪ পিএম

১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মানিকগঞ্জের সিঙ্গাইরে যৌতুকের দাবিতে স্ত্রী সালমা আক্তার (১৯) হত‌্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী লাল চান ওরফে রবিন (৪২)কে দীর্ঘ ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃত লাল চান উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের করিম গাজী ও পালক পিতা মুন্নাফ পালের ছেলে।

রোববার (১৭ মার্চ) রাত ৮ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করেন র‌্যাব-৪। রাত ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪। সিপিসি-৩ মানিকগঞ্জ র‍্যাব-৪ পরিচালক মো. আরিফ হোসেন।

সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ তারিখের জুন মাসে লাল চানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের দক্ষিণ শাহরাইলের নিহত সালমা আক্তারের। বিয়ের পরই লাল চান নেশা ও জুয়ার সাথে জড়িয়ে কর্মহীন হয়ে পড়ে। এরপর থেকেই সালমা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকে লাল চান। 

সালমার পরিবার লাল চানের দাবিকৃত যৌতুক না দেওয়ায় তাকে প্রায় সময় মারধর করত। এনিয়ে এলাকায় একাধিক সালিশি বৈঠকও হয়। সবশেষ ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে রবিনের পিটুনিতে নিহত হয় সালমা আক্তার। পরদিন ৫ ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত কর্মকর্তা ঘটনার তদন্ত শেষে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লাল চানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ৩০ মার্চ আসামি লাল চানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মামলায় গ্রেপ্তার এড়াতে আসামি পলাতক থাকায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও জানা যায়, মামলা রুজুর পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি লাল চান ছদ্মনাম রবিনে দেশের বিভিন্ন এলাকায় একেক সময় একেক পেশায় নিয়োজিত ছিলেন। প্রথম স্ত্রী হত্যার পর লাল চান দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে তার পরিবারে রানী নামে একটি মেয়ে আছে।

মানিকগঞ্জ (সিপিসি-৩) র‍্যাব-৪ পরিচালক মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!