Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

রাজবাড়ীতে টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ড বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০৪:১১ পিএম


রাজবাড়ীতে টিসিবির ফ্যামিলি স্মার্টকার্ড বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২ হাজার ৫শত ৬১ জনের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল প্রমুখ।

আলোচনা সভা অনুষ্ঠানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীবের উপস্থাপনায় এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খয়ের উদ্দিন আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খাঁনসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট দেশ গড়তে হলে জাতি সমাজ অর্থনীতিকে স্মার্ট করতে হবে। তারই ধারাবাহিকতায় বিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। দেশকে স্মার্ট করতে হলে আমাদের সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাজের জন্য সহযোগিতা করতে হবে।

আলোচনা শেষে ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ফ্যামিলি স্মার্টকার্ডের প্যাকেট হাতে তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!