Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

মধুপুরে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০২:১০ পিএম


মধুপুরে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে মধুপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের হলরুমে এটি অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে  কিশোর কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে আলোচনা করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ফাতেমা-তুজ-জহুরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. বিশ্বজিৎ চন্দ্র দাস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান  জানান, কৈশোর ও বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলে মেয়েদের শরীরে ও মনে পরিবর্তন শুরু হয় এবং যৌবনের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী ১০ থেকে ১৯ বছর বয়সটাই হল কৈশোরকাল। এ সময়টাতে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় এসব বিষয় নিয়েই শিক্ষকদের মাঝে বিষদ আলোচনা করা হয়।

তিনি আরও জানান, এ প্রশিক্ষণ ৩ দিনব্যাপী চলমান থাকবে।

ইএইচ

Link copied!