Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৪, ০৫:৩৫ পিএম


মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বনে অবমুক্ত হলেন বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। সোমবার (১এপ্রিল)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা রেঞ্জের সদর ইউপি ওয়াসু হেডম্যান পাড়া ৬নং ওয়ার্ড হইতে মাটিরাঙ্গা পিঠাছড়ার পরিচালক মাহফুজ রাসেল এর সহযোগিতায় উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি মাটিরাঙ্গা বন বিভাগের  কর্মকর্তাদের সাথে নিয়ে মাটিরাঙ্গা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

অবমুক্ত সময় মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা, মো. আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জের ফরেষ্টার মো. তৌহিদুর রহমান, ফরেস্টার, মো. আক্কাচ আলী, উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায় সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।

আরএস
 

Link copied!