Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪,

কিশোরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৪, ০৪:২৩ পিএম


কিশোরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দ্যা ডেইলি পোস্ট পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম তুষারকে হত্যা ও প্রাণনাশের হুমকি দিয়েছে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের অব্যাহতিপ্রাপ্ত সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ।

জানা যায়, সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে শহরের বড়বাজার এলাকায় কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দ্যা ডেইলি পোস্ট পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারকে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অব্যাহতি প্রাপ্ত সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ প্রাণনাশের হুমকি দেন ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিক তুষারকে প্রাণনাশের হুমকিদাতা অভিযুক্ত শরীফকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিকরা।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!