Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ঝিনাইদহে হিট স্ট্রোকে ১জনের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৪, ১১:০৮ এএম


ঝিনাইদহে হিট স্ট্রোকে ১জনের মৃত্যু

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। ঝিনাইদহের মহেশপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে ঝিনাইদহের মহেশপুর শহরে হিট স্ট্রোকে
একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস আলী (৮০)।

সোমবার(২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শহরের বারুইপাড়া নিহারুন ভিলার দ্বিতীয় তলায় তার মৃত্যু হয়।

মৃত ইউনুস আলী মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউপির মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গেল তিন দিন আগে মির্জাপুর থেকে মহেশপুর শহরে ছেলের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর থেকে শারীরিক অসুস্থতা বোধ করার পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয়। এছাড়াও প্রচুর ঘামতে থাকে, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়।

মহেশপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সুলতান আহম্মেদ মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, ইউনুস নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

বিআরইউ

Link copied!