Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

হাওড়ে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কাটার ধুম

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০২:৩১ পিএম


হাওড়ে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কাটার ধুম

চৈত্রের শেষে বৈশাখের শুরুতে সুবিশাল হাওড় অঞ্চলের ইটনা উপজেলার বিভিন্ন হাওড়ে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কাটার ধুম পড়েছে।

হাওরবাসীর স্বপ্ন পূরণ হয়েছে সাথে সাথে ধান কাটার শ্রমিক সংকটও দূর হয়েছে। অন্যান্য বছরের তুলনামূলক এবার প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূল আবহাওয়া ভাল থাকার কারণে হাওড়বাসী কৃষককূল শান্তিপূর্ণভাবে তাদের চাষাবাদি জমির উৎপাদিত ফসল হাঁসি মুখে সোনালী ধান কম্বাইন হারভেস্টার মেশিনে কেটে অগ্রাহায়ণ মাসের মত রৌদ্রে শুকিয়ে ঘরে তুলছে।

জানা যায়, বিআর ২৮, ২৯, ৮৯, ৯২ ইত্যাদি জাতের ধান ফলনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তেমন ফলন হয়নি, হাইব্রিড উন্নত জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।

শনিবার সকালে ইটনা উপজেলার বিভিন্ন হাওড় পরিদর্শন করে কৃষকদের সঙ্গে আলাপকালে জানা যায়, এবার হাইব্রিড জাতীয় ধান বাম্পার ফলন হয়েছে যেমন, তেমন সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা ও প্রতি কেজির চাউলের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবার হাওড়বাসী কৃষক সরকারের কৃষি বিভাগের দেওয়া কম্বাইন হারভেস্টারে ধান কেটে বস্তা ভরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অলয়েদার সড়কে তুলে শুকিয়ে কৃষক হাঁসি মুখে ঘরে তুলছে সোনালী ধান।

ইএইচ

Link copied!