ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad
দইখাওয়া আদর্শ কলেজ

বইয়ের কারুকাজে দৃশ্যময় কলেজ ফটক যেন নজর কাড়ছে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

মে ১৪, ২০২৪, ০১:২৫ পিএম

বইয়ের কারুকাজে দৃশ্যময় কলেজ ফটক যেন নজর কাড়ছে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বই দিয়ে নির্মিত দইখাওয়া আদর্শ কলেজের মূল ফটক যেন একনজর দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে হাজারো মানুষ। দৃষ্টিনন্দন বইয়ের অসাধারণ কারুকাজ দেখে মুগ্ধ, বিভিন্ন লোকালয় থেকে আসা দর্শনার্থীরা।

দুই হাতের ওপর গোল বৃত্তে বিভিন্ন দেশের পতাকার মাঝে রয়েছে  লাল সবুজের বাংলাদেশের পতাকা। আর সেই বৃত্তের ছাউনিকে ধরে আছে দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় কবি লেখকদের ৫০ টি বইয়ের কাঠামো দিয়ে তৈরি মূল ফটক।

লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ,যেন বই দিয়ে নির্মিত প্রধান ফটকে স্থান পেয়েছে উইলিয়াম শেকসপিয়রের ম্যাকবেথ,রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা,জর্জ বানার্ড শর ম্যান অ্যান্ড সুপারম্যান, বনফুলের গল্প সমগ্র,আল মাহমুদের সোনালী কাবিন, হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার, আনিসুল হকের মা সহ বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন ভাষার বই।

শুধু কলেজের মূল ফটকই সকলের নজর কাড়ছে না। কলেজটির ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে  দৃষ্টিনন্দন ও খুবই আকর্ষণীয় একটি শহীদ মিনার। শহীদ মিনারটিতে আগলে ধরে রেখেছেন নানা বর্ণের বই ও মুক্তিযুদ্ধের গল্প।

এছাড়াও সবুজে ঘেরা সারিসারি গাছ যেন প্রতিকূল পরিবেশের সৃষ্টি করেছে। এছাড়া কলেজের আশেপাশে  বসবাসরত  শিক্ষার্থীরা নিম্নবিত্ত পরিবারের হওয়ায়  এই কলেজটিতে ১০ টাকায় দুপুরে মানসম্মত  খাবারের জন্য চালু করা হয়েছে  একটি ক্যান্টিন।

১৯৯৯ সালে হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের ফটক নির্মাণের  চেষ্টা করেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কলেজের প্রধান ফটক করতে যে পরিমাণ টাকার প্রয়োজন  সেই টাকার বরাদ্দ  বেসরকারি এই প্রতিষ্ঠানটিতে  ছিল না।

অনেক প্রত্যাশার পর গত ২০২০ সালের মার্চ মাসে কলেজ কর্তৃপক্ষের চিন্তা ভাবনায়  আসে ফটক নির্মাণের। কলেজের সৌন্দর্য বাড়াতে একটি দৃষ্টিনন্দন ফটো তৈরি করতে হবে।

পরে সারা দেশের ওই প্রতিষ্ঠানে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। সেখানেই চারুকলার শিক্ষার্থীর সহযোগিতা চায়  কলেজের শিক্ষকরা। সেই মোতাবেক  শিক্ষার্থীরা রাজি হয়ে ফটক নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে তাদের দিতে হবে নির্মাণ সামগ্রী। কলেজের অধ্যক্ষ কলেজের নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা বরাদ্দ নিয়ে নির্মাণ শুরু করেন। নির্মিত  দৃষ্টিনন্দন কলেজটির যেমন পড়াশোনার মান তেমনি সৌন্দর্য, যেন কলেজ ক্যাম্পাসটি ভ্রমণ পিপাসুদের কাছে ডাকছে ।

বিআরইউ

Link copied!