ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

প্রেমিকার আপত্তিকর ভিডিও না দেওয়ায় বন্ধুকে হত্যা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

জুলাই ১০, ২০২৪, ০৫:৫৯ পিএম

প্রেমিকার আপত্তিকর ভিডিও না দেওয়ায় বন্ধুকে হত্যা

কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নস্থ খাদেমেরপাড়ায় রেললাইনের পাশে পড়ে থাকা আব্দুল্লাহ-আল-মামুনের ক্লুলেস হত্যার মূল পরিকল্পনাকারী মো. শাহেদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাবের উপ-অধিনায়ক মেজর শরিফুল আহসান মো. শাহেদের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে প্রেমিকার আপত্তিকর ভিডিও না দেওয়া নিয়ে দু’বন্ধুর মাঝে দ্বন্দ্বের জেরে মূলত মামুনকে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বন্ধু শাহেদ!

গ্রেপ্তার মো. শাহেদ কক্সবাজার ঝাউতলা ভিশন শো-রুম এর ম্যানেজার এবং দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার ও অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আর খুন হওয়া আব্দুল্লাহ-আল-মামুন (৩০), কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়ার মৃত মো. নবী হোসেন এর ছেলে।

র‌্যাব আরও জানায় যে, কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলাকালে তারা দুইজনেই কিছু আপত্তিকর ছবি ও ভিডিও মো. শাহেদের মোবাইলে ধারণ করে রাখে। মেয়েটির সাথে মো. শাহেদের প্রেমের সম্পর্কের অবনতি হলে মেয়েটি বলে যে, মো. শাহেদের নিকট থাকা তাদের আপত্তিকর ছবি ও ভিডিওগুলো তার সামনে এসে ডিলেট করে দেওয়ার জন্য।

ঘটনার পূর্বে গ্রেপ্তার মো. শাহেদ তার মোবাইলে থাকা আপত্তিকর ছবি ও ভিডিওগুলো মেয়েটির অজান্তে মৃত আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইলে সংরক্ষণ করার জন্য প্রেরণ করে।

তারপর মেয়েটির সামনে মো. শাহেদ তার মোবাইলে থাকা আপত্তিকর ছবি ও ভিডিওগুলো ডিলেট করে দেয়। পরবর্তীতে মো. শাহেদ আব্দুল্লাহ-আল-মামুনের নিকট মোবাইলে থাকা আপত্তিকর ছবি ও ভিডিওগুলো ফেরত দেওয়ার জন্য বললে আব্দুল্লাহ-আল-মামুন দিতে অস্বীকার করে। আপত্তিকর ছবি ও ভিডিওগুলো আব্দুল্লাহ-আল-মামুন এর কাছ থেকে পাওয়ার জন্য এবং আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইল থেকে ডিলেট করার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলে মো. শাহেদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

এই ক্ষোভ থেকে মো. শাহেদ আব্দুল্লাহ-আল-মামুন’কে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীদের সাথে চুক্তি ছিল ১ লক্ষ টাকার বিনিময়ে মৃত আব্দুল্লাহ-আল-মামুন এর নিকট হতে মোবাইলটি উদ্ধার করে মো. শাহেদ’কে দিয়ে দিবে এবং আব্দুল্লাহ-আল-মামুন’কে মেরে ফেলবে।

পরিকল্পনা অনুযায়ী গত গত ৬ জুলাই রাত অনুমানিক সাড়ে ১১টার দিকেঈদগাঁও থানাধীন কালিমারছড়া বাজারের কিছু আগে মো. শাহেদ মৃত আব্দুল্লাহ-আল-মামুন’কে মোটরসাইকেল থামাতে বলে। মো. শাহেদের কথামতো আব্দুল্লাহ-আল-মামুন মোটরসাইকেল থামালে পরিকল্পনা মোতাবেক সন্ত্রাসীরা এসে আব্দুল্লাহ-আল-মামুন’কে টেনে হিছড়ে নিয়ে যায়।

পরবর্তীতে রামু থানাধীন রশিদ নগর ইউনিয়নের খাদেমের পাড়া রেললাইনের পূর্বপার্শ্বে হাত-পা বাধা অবস্থায় আব্দুল্লাহ-আল-মামুনের লাশ পাওয়া যায়।  

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষ করে কোর্টে প্রেরণ করা হবে বলে জানায় র‌্যাব।

ইএইচ

Link copied!