Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪,

বন্যা দুর্গতদের জন্য খাগড়াছড়িতে ১ টাকায় বাজার

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৩:৪৯ পিএম


বন্যা দুর্গতদের জন্য খাগড়াছড়িতে ১ টাকায় বাজার

বন্যা দুর্গতদের জন্য খাগড়াছড়ির গুইমারায় এক টাকায় বাজার নিয়ে নিম্ন আয়ের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১ টায় গুইমারা কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে,সারাদেশে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের জন্য চাপিয়ে দেয়া ত্রাণের বিপরীতে একটি অভিনব বাজার পরিচালনা করে, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। যার নাম- এক টাকায় বাজার।

বাজার উদ্‌বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার,ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।প্রধান অতিথি বলেন,বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষগুলো পাশে দাঁড়ানোর প্রয়াসকে সাধুবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলকে শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, গুইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর মিয়ান সাইফুল ইসলাম পিএসসি,সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি,বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন,সমন্বয়ক মোবারক হোসেনসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা এতে অংশ নেয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানান, প্রথাগত ত্রাণের বিপরীতে ব্রানপণ্য দিয়ে বাজার বসানো হয়।যেখান থেকে মানুষ তাঁদের পছন্দ অনুযায়ী পণ্য বাছাই করে নিতে পারেন। ফলে,যার যে পণ্য দরকার তিনি সে পণ্য বাছাই করতে পারবেন।এতে মানুষ হিসেবে মানুষের মর্যাদা নিশ্চিত হয়।পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদেরও যে বাছাই করে নেয়ার অধিকার আছে সেটি প্রতিষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে পাহাড়ি বন্যায় খাগড়াছড়ি জেলার জনসাধারণের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে গুইমারা কলেজ মাঠে ‘১ টাকায় বাজার’ অনুষ্ঠিত হয়। বাজারে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা।একজন ক্রেতা প্রায় ১৯ ধরনের পণ্যের মধ্য থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে নিতে পারবেন।যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১ হাজার টাকা। মোট ৫০০ পরিবার এই সুবিধার আওতায় আনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করা হয়। বাছাইয়ের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হয়। গুইমারা সদর বাদে অন্যান্য এলাকা থেকে আসা যাওয়ার জন্য ‍‍`ফ্রি গাড়ি সার্ভিস দেয়া হয়েছে। বাজারের পাশাপাশি ১০ টি পরিবারকে পুনর্বাসন সামগ্রী গরু,সেলাই মেশিন, দোকানের পণ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।

বিআরইউ

Link copied!