Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪,

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নবাবগঞ্জ (দোহার) প্রতিনিধি

নবাবগঞ্জ (দোহার) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৭:৩২ পিএম


নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকার নববাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমাণিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত নবাবগঞ্জের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানায় পুলিশ।

এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!