ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যশোরের ঐতিহ্যবাহী মনিহারে হচ্ছে সিনেপ্লেক্স

যশোর প্রতিনিধি:

যশোর প্রতিনিধি:

অক্টোবর ২২, ২০২৪, ০৪:৩২ পিএম

যশোরের ঐতিহ্যবাহী মনিহারে হচ্ছে সিনেপ্লেক্স

ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের দোতলায় তৈরি হচ্ছে এই অত্যাধুনিক সিনেপ্লেক্স। যশোরের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নির্মাণ করা হচ্ছে সিনেপ্লেক্স। তথ্যটি নিশ্চিত করেছেন মনিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম।

তিনি বলেন, আগামী নভেম্বরে এই উন্নতমানের সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। এখন কিছু সাজসজ্জা ও স্ক্রিন বসানোর কাজ চলছে। তাছাড়া উন্নত বসার সিট, এসি ও মনোরম লাইটিংসহ ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেম এর কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের অপেক্ষা তার পরই নতুন যাত্রা।

তিনি আরো বলেন, বর্তমানে ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্স এর দর্শকপ্রিয়তা এখন অনেক বেশি। যশোরের এই সিনেপ্লেক্সটিতে দক্ষিণ বঙ্গের মানুষ বিনোদনের নতুন জায়গা খুঁজে পাবেন।

যশোরকে বলা হয় দেশের প্রথম ডিজিটাল শহর। সংস্কৃতির কেন্দ্রবিন্দু এই যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় এই সিনেমা হলটি। ৪ বিঘা জমির উপর দৃষ্টি নন্দন এই সিনেমা হলটি নির্মাণ করেন ব্যবসায়ী প্রয়াত সিরাজুল ইসলাম। যার নকশা করেছিলেন স্থপতি মো. হানিফ।

মনিহারে প্রথমদিন মুক্তি পেয়েছিল ‘জনি’ সিনেমা। এর অভিনয়ে ছিলেন সোহেল রানা, জসিম, সুচরিতাসহ আরো অনেক নামিদামি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী। মনিহার সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি ছিল “বেদের মেয়ে জোসনা” সিনেমাটি।

সময়ের বিবর্তন থ্রিডি সিনেমার এই যুগের দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে সারা দেশের মতো যশোরের আরো চারটি সিনেমা হল বন্ধ হলেও দর্শক চাহিদা পূরণ করে চলছিল মণিহার সিনেমা হলটি। এই সকল দর্শকের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মনিহার সিনেমা হলের দোতালার একটি অংশ সিনেপ্লেক্সে রূপান্তরের।

ভালো পরিবেশ, উন্নত সাউন্ড সিস্টেম ও আধুনিক প্রযুক্তি যোগ করে সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করবে বলেই আশা প্রতিষ্ঠানের ম্যানেজার মোল্লা ফারুক আহমেদের। বর্তমানে এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে অত্যাধুনিক ৭০ সিট, অত্যাধুনিক সিলভার স্ক্রিন, সাউন্ড সিস্টেমসহ টুডি-থ্রিডি সিনেমাসহ সকল প্রকার সিনেমা দেখার ব্যবস্থা।

সিনেপ্লেক্স উদ্বোধনের দিনের কথা জানতে চাইলে তিনি জানান নভেম্বরের প্রথম সপ্তাহে চেষ্টা করা হচ্ছে ভারতীয় ব্লকবাস্টার সিনেমা সিংহাম এগেইন দিয়ে। না হলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তির দিন এই সিনেপ্লেক্সটি যাত্রা শুরু করতে পারে।

এছাড়াও মনিহার সিনেমা হলটিতে আরো দুইটি সিনেপ্লেক্স খোলার সিদ্ধান্ত আছে বলেও জানিয়েছেন তিনি। তবে ঐতিহ্য ধরে রাখার জন্য পুরানো ডিজিটাল মনিহার সিনেমা হলটি একই সাথে চালাবেন তারা তবে কমবে সিট সংখ্যা।

যশোর শহরেই একসময় পাঁচটি সিনেমা হল ছিল। একে একে বন্ধ হয়ে গেছে সবই। এরই মাঝে দীর্ঘদিন ধরেই যশোরের সিনেমা প্রেমীদের চাহিদা পুরন করে চলছে এই মনিহার সিনেমা হলটি।

এসময় কথা হয় মনিহার সিনেমা হলের একাউনটেন্ট তোফাজ্জেল হোসেনের সাথে তিনি জানান আকাশ সংস্কৃতির দাপট আর ঘরে ঘরে টেলিভিশনের সঙ্গে ফেসবুক ও ইউটিউবের ব্যবহার ধস নেমেছে হল ব্যবসায়। একসময় মনিহার সিনেমা হলের কদর ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। এই সিনেমা হল কেন্দ্র করে অনেকের কর্মসংস্থান হয়। ম্যানেজার, টিকিট কাউন্টার মাস্টার, রিল মাস্টার, প্রচারম্যান, মাইক ম্যান, গেটম্যানসহ অনেকের জীবিকা নির্বাহ হতো এ হলকে ঘিরে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিনেমা শিল্পে ধস নামাতে অনেকেই চলে গেছেন অন্য পেশাতে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের নতুন প্রচেষ্টা এই উন্নত মানের সিনেপ্লেক্স। যা অনেকের কর্মসংস্থানের সাথে সাথে সিনেমা প্রেমি দর্শকদের চাহিদা মেটাতে নতুন মাত্রা যোগ করবে। আবারও ঘুরে দাঁড়াবে সিনেমা শিল্প।

এ প্রসঙ্গে যশোরের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন বলেন, আমাদের ছোটবেলায়  বিনোদনের একমাত্র মাধ্যম ছিল চলচ্চিত্র। কালের বিবর্তনে টেলিভিশন এসেছে। আর এখন আকাশ সংস্কৃতি, মোবাইল, ইন্টারনেটের যুগ। সিনেমার চাহিদা কমেছে। তবে সিনেপ্লেক্সগুলোতে সিনেমা দেখার মজাই আলাদা। এখানে থ্রিডি মোশন, অত্যাধুনিক সাউন্ড দর্শকদের অন্যরকম বিনোদন দেয়।

মনিহার সিনেমা হলে সিনেপ্লেক্স আশা করি বর্তমান দর্শকদের আবারও ভাল সিনেমা দিয়ে দর্শকের আকর্ষিত করবে বলে জানিয়েছেন, মনিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম।

বিআরইউ

Link copied!