Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪,

সালথায় দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:২৮ পিএম


সালথায় দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন

‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সালথায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কাউলিকান্দা স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, যদুনন্দী ইউনিয়নের আহ্বায়ক সালেহা বেগম, গট্টি ইউনিয়নের আহ্বায়ক মাহমুদা তালুকদার (রিমা), যুগ্ম আহ্বায়ক গৌতম বিশ্বাস, আটঘর ইউনিয়নের আহ্বায়ক বকুল মাতুব্বর, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সোনাপুর ইউনিয়নের সদস্য সচিব জিন্নাত প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলার নারী ও পুরুষ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!