Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪,

কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ১৩, ২০২৪, ১২:০৯ এএম


কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক অপারেটর আমার সংবাদকে জানান, আগুনের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখানো জানা যায়নি।

ইএইচ

Link copied!