Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

সন্দ্বীপে বাজার মনিটরিং অভিযানে ১৮ ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপ প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৪, ০৫:৫৩ পিএম


সন্দ্বীপে বাজার মনিটরিং অভিযানে ১৮ ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপ  উপজেলা সদরের পৌরসভার কমপ্লেক্স সেনের হাট, ও এনাম নাহার মোড়ের  বাজার মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার তিনটি বাজারে  বিভিন্ন দোকানে মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ পৌরসভার প্রশাসক অং ছিং মারমা।

অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ ১৬ টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ০৩ টি মামলায় নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে যানজট সৃষ্টি করা, মেয়াদৌত্তীর্ণ পণ্য বিক্রয় করা, ক্রয় রশিদ না রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে কমপ্লেক্স বেলাল সওদাগর ১ হাজার টাকা , পিন্টু সওদাগর ১ হাজার টাকা, সালাউদ্দিন সওদাগর ১ হাজার,  বেলাল ১ হাজার, মাহফুজ সওদাগর ১ হাজার টাকা, আনোয়ারা হোটেল মাকছুদুর রহমান ২ হাজার টাকা, জয়নাল আবেদীন সওদাগর ১ হাজার টাকা, হানিফ সওদাগর ১ হাজার টাকা, সেনের হাটের   মুনসুর সওদাগর ৩ হাজার টাকা, মহব্বত সওদাগর ১ হাজার টাকা, হামিদুর রহমান ১ হাজার টাকা, এনাম নাহার মোড়ের আবদুর রহমান ১ হাজার টাকা, সততা মিষ্টি বিতানের ওমর ফারুক এক হাজার টাকা, কামরুল ২ হাজার টাকা, বিনয় সাহা মিষ্টি সন্তোষ সাহাকে ২ হাজার টাকা সহ মোট ১৮ ব্যবসায়ীকে ২৮ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সন্দ্বীপ পৌরসভার প্রশাসক অং ছিং মারমা  বলেন, বাজার মনিটরিং কালে তিনি বলেন, রাস্তা দখল করে যানজট সৃষ্টি করা ও  পণ্য বিক্রি করা অপরিষ্কার করে খাবার খাওয়ালে কাউকে ছাড় নয়,  জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ নৌবাহিনীর কর্মকর্তা নোয়াবের নেতৃত্বে একটি টিম, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম,  সন্দ্বীপ থানার এস আই সাপ্রু মারমা, পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,  বিএনপি নেতা আবুল বশার জিএস, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

বিআরইউ
 

Link copied!