Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ইউএনও অরুণ কৃষ্ণ পালের নেতৃত্বে সরকারি সম্পত্তি উদ্ধারে রেকর্ড

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নভেম্বর ২৮, ২০২৪, ১২:৩২ পিএম


ইউএনও অরুণ কৃষ্ণ পালের নেতৃত্বে সরকারি সম্পত্তি উদ্ধারে রেকর্ড

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল  এর ক্যারিশমেটিক নেতৃত্বে উপজেলার ইতিহাসে রেকর্ড পরিমাণ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বছরের পর বছর অসাধু ও প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করায় ইউএনও অরুণ কৃষ্ণপাল সর্বস্তরের জনগণের প্রশসংসায় ভাসছেন।  

বিভিন্ন বাধা ও প্রতিকূলের মধ্যে কঠিন উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ পর্যন্ত তিনি ১৪৩ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকার জমি উদ্ধার করেছেন। এতে বাদ যায়নি বিভিন্ন দলীয় নেতাকর্মী ও প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি। ইউএনও‍‍`কে সাধুবাদ জানিয়ে উদ্ধারকৃত সরকারি জায়গা আর যেন কেউ দখলে নিতে না পারে সেজন্য ওই জায়গায় স্থায়ীভাবে পিলার বসানোসহ সরকারি স্থাপনা নির্মাণের জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ। পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

জানা গেছে, ২০২৩ সনের ৩১ আগস্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদান করেন অরুণ কৃষ্ণ পাল। যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৩৫তম বিসিএসের এই কর্মকর্তা। তবে তাঁকে নিয়ে নানান গুঞ্জন থাকলেও বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতন সহ বিভিন্ন সেবা কার্যক্রম ও সরকারি জমি উদ্ধারে নিরলস কাজের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।

এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।  শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকের উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদানেও কমতি নেই এ ইউএনও‍‍`র। এপর্যন্ত নান্দাইল পৌর ও উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজারের সরকারি জমি ও সড়ক ও জনপথ বিভাগের ১৯ একর দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪৩ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও ১৯ নভেম্বর/২৪ইং উপজেলার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৪৫ শতক জমি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের নেতৃত্বে পরিচালিত হওয়া এসব অভিযানগুলোতে অন্যান্যদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান। এছাড়াও নান্দাইল মডেল থানা, সড়ক ও জনপথ বিভাগ, (কিশোরগঞ্জ) গ্রাম প্রতিরক্ষা বাহিনী উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নান্দাইলে যোগদানের পর সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করি, তখন সাবেক দুইবারের এমপি তুহিন এবং পরবর্তীতে একজন মন্ত্রীর অধীনে কাজ করতে হয়েছে। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমি চ্যালেন্জিং দায়িত্ব পালন করছি। আমি এ প্রাপ্যতায় প্রশাসনের সহযোগী কর্মকর্তাগণ সহ নান্দাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিআরইউ

Link copied!