অভয়নগর (যশোর) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫, ০৪:০৫ পিএম
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। আতাই নদের পানি কয়েক ফুট বেড়ে যাওয়ায় তীরবর্তী শান্তিপুর ও রামনগর গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক।
গ্রামবাসী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।
জানা গেছে, ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত আতাই নদে পানি বৃদ্ধি পেয়ে দুর্বল বাঁধ ভেঙে পড়ে। এতে নদীর দুই তীরবর্তী শান্তিপুর ও রামনগর গ্রামের কিছু অংশ প্লাবিত হয়। আতাই নদের প্রায় ২০০ মিটার দুর্বল বাঁধ ভেঙে পানি প্রবেশ করে।
শান্তিপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, “টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি কয়েক ফুট বেড়ে যায়। ঋষিপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে, মাছের ঘের ভেসে যায় এবং ফসলি জমি ও গ্রামীণ সড়ক ডুবে যায়।”
একই গ্রামের বাসিন্দা ফুল বাবু বলেন, “আতাই নদে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। প্রতিবছর বর্ষায় একই সমস্যা হয়। আমাদের কষ্টের যেন শেষ নেই। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণ জরুরি।”
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, “শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। আমি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, “জোয়ারের পানিতে দুটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা প্রাথমিকভাবে বাঁধের দুর্বল অংশ সংস্কারের উদ্যোগ নেবে। বর্ষা মৌসুমের পর বাঁধের টেকসই সংস্কার করা হবে বলেও তারা জানিয়েছে।”
ইএইচ