Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ইসকন নিষিদ্ধ করার দাবিতে নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৩:২৭ পিএম


ইসকন নিষিদ্ধ করার দাবিতে নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত ইসকন সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধ এবং সকল দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বড়বাজার জামে মসজিদের সামনে থেকে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের আখড়ার মোড়, তৈরি বাজার, ছোট বাজার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহিম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণার নেতা ইমরান হোসাইন, ছাত্র নেতা হাফেজ সাকিবুল হাসান, মোহাম্মদ বিন ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসাইন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!