Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৬:১৪ পিএম


কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসরাহিল এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!