ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রাজনীতির সংস্কার করতে হবে: ফয়জুল করীম

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:২০ এএম

রাজনীতির সংস্কার করতে হবে: ফয়জুল করীম

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে।

বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য।দুর্নীতি,টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না।

শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল মিলনায়তনে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছে।

তিনি আরও বলেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে তাদের নেতা কর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে।

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম সঞ্চাণলায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকার জ্যামাইকা জামে মসজিদের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ  আল আমিন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)  মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয়  যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ  লোকমান হাকিম, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, বরিশাল মহানগর  সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, বরিশাল মহানগর সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ,  নগর সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী  জেলা সাধারণ সম্পাদক ডাক্তার মুহাম্মাদ মহিউদ্দিন, নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ,নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ জাহিদুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক এম. এম. সাইফুল্লাহ আল মনির।

প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন।

নবগঠিত জেলা কমিটি সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা মো. আরমান হোসেন রিয়াদ, সহ-সভাপতি-মাওলানা মুফতি মোহাম্মদ শাকিল মাহমুদ, সাধারণ সম্পাদক-হাফেজ মাওলানা মো. সুলাইমান। নবগঠিত মহানগরের সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, সহ-সভাপতি-মাওলানা আইয়ুব আনসারী ও সাধারণ সম্পাদক-মাওলানা জাহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!