বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৩৬ পিএম
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবতীকে আটক করা হয়েছে।
ভালবাসা দিবসের (শুক্রবার) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক যুবতী হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামের মো. সেলিম সিকদারের মেয়ে মরিয়ম বেগম (২০)। সে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার নন্দলালপুর গ্রামে বসবাস করেন।
বিজয়নগর উপজেলা অফিসার ইনচার্জ মো. রওশন আলী জানান, বিজয়নগর থানার টহল পুলিশের তল্লাশিতে তিন হাজার ইয়াবাসহ মরিয়ম বেগম নামের মেয়েকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরইউ