ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কুষ্টিয়ায় টোল বক্সের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাই

নজরুল ইসলাম মুকুল,  কুষ্টিয়া:

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া:

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০১:১৩ পিএম

কুষ্টিয়ায় টোল বক্সের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালী‌তে রাতের আধারে ম‌্যা‌নেজার‌কে গু‌লি ক‌রে বালু ঘাটের টোল বক্সের ক্যাশ থেকে টাকা ‌ছিনি‌য়ে নি‌য়ে গে‌ছে মু‌খোশধারী সন্ত্রাসীরা। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছো‌ড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ম‌্যা‌নেজারের নাম মো: সবুজ(৩৫)। তি‌নি কুষ্টিয়া সদর উপ‌জেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই ন‌দীর সৈয়দ মাছ উদ রুমী সেতুর নি‌চে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক কর‌তে পা‌রে‌নি। 
বালু ঘা‌টের সা‌থে জ‌ড়িত রাকিবুল ইসলাম না‌মে এক যুবক জানান, রাতে চার-পাঁচটা মোটরসাইকেল নিয়ে আগ্নেয়াস্ত্রধারীরা বালুর ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সে সময় শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে ম‌্যা‌নেজার সবু‌জের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নেয়। এরপ‌রে এলোপাথা‌ড়ি বেশ ক‌য়েক রাউন্ড গুলি ছু‌ড়ে‌ চ‌লে যায় তারা। সকলের কাছে ও‌পেন অস্ত্র ছিল এবং সেগুলো সব ভারি ভারি অস্ত্র। প্রত্যেকেই মুখোশধারী ছিলো বলে কাউকেই চেনা যায় নি। 
জানা গে‌ছে, ২০২৪ সালের জুন মাসে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে গড়াই ন‌দীর ড্রেজারকৃত বালু অপসারণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াংকা ব্রিকস। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই বালু অপসারণের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন গু‌লি‌বিদ্ধ মো: সবুজ ব‌লেন, সবার মু‌খ বাধা ছিল। তারা এসেই মারধর শুরু ক‌রে। আমার পা‌য়ের পাতায় গু‌লি ক‌রে টাকা ছি‌নি‌য়ে নি‌য়ে যায়। সি‌সি‌টি‌ভি ফু‌টে‌জে দেখা যায়, রাত ১০টা ৫২ মি‌নি‌টে কা‌শেমপুরের দিক থে‌কে ১১জন সশস্ত্র মুখোশধারী গু‌লি ছুড়‌তে ছুড়‌তে সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচ দি‌য়ে বালু ঘা‌টের টোল ব‌ক্সের দি‌কে আসে। তাদের প্রত্যেকের হা‌তে আগ্নেয়াস্ত্র। এরপর টোল বক্সের সাম‌নে অব‌স্থিত শ্রমিক‌দের ও ম‌্যা‌নেজার সবুজ‌কে মারধর ক‌রতে দেখা যায়।

তারইমধ্যে ঠিকাদা‌রের এক পার্টনার জানান, দেড় থে‌কে দুই লাখ টাকা নি‌য়ে গে‌ছে সন্ত্রাসীরা। গু‌লি‌বিদ্ধ ম‌্যা‌নেজার হাসপাতা‌লে ভ‌র্তি আছে। সি‌সি‌টি‌ভি ফু‌টেজ র‌য়ে‌ছে। এখা‌নে পু‌লিশের অ‌নেক দা‌য়িত্ব র‌য়ে‌ছে। থানায় এখ‌নো‌ অ‌ভি‌যোগ দেওয়া হয়‌নি। বিষয়টি নিশ্চিত করে বুধবার সকা‌লে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান  ব‌লেন, বালু ঘা‌টে দুর্বৃত্তদের গু‌লি‌তে একজন গুলিবিদ্ধ হয়েছে। ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। ত‌বে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি। ঠিকাদা‌রি প্রতিষ্ঠা‌নের পক্ষ থে‌কে কেউ অ‌ভি‌যোগ ক‌রে‌ নি।

বিআরইউ 
 

Link copied!