ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঈশ্বরগঞ্জের ব্যতিক্রমী উদ্যোগ, জন্ম-মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগে দ্বিতীয়

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:১০ পিএম

ঈশ্বরগঞ্জের ব্যতিক্রমী উদ্যোগ, জন্ম-মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগে দ্বিতীয়

‘জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সহজতর করার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে উপজেলাটি ১ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক সমীক্ষায়  ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।  

গত ১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের পরিসংখ্যান অনুযায়ী, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৯৭৮টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা মোট প্রয়োজনীয় সংখ্যার ৮৮.১৮%। একই সময়ে, ১৩১টি মৃত্যু নিবন্ধন হয়েছে, যা ১০৩.৯৩% সফলতা দেখিয়েছে।  

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে।  

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে ও সেবা সহজ করতে আমরা নিরলসভাবে কাজ করছি। ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদগুলোতে আকস্মিক পরিদর্শন শুরু করেছেন।

উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। ঈশ্বরগঞ্জ উপজেলার এ সফল উদ্যোগ অন্যান্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিআরইউ 

Link copied!