Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ১০:৪৫ পিএম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে পল্লী বিদ্যুৎ ও এপেক্স ফুটওয়্যার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযানে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ বাজার বসানোয় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও কাঠামো উচ্ছেদ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি দ্রুত মালামাল সরিয়ে নেয়।

অভিযানে অংশ নেয়া এক পুলিশ কর্মকর্তা আমার সংবাদকে জানান, ফুটপাত জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

তবে অভিযানের এক ঘণ্টার মধ্যেই পুনরায় ফুটপাত দখল করে বাজার বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, পুলিশের উচ্ছেদ অভিযানের পর কিছু সময়ের জন্য ফুটপাত দখলমুক্ত থাকলেও পরে আবার দোকানপাট বসতে শুরু করে।

গাজীপুর জেলা পুলিশের ওসি জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। পথচারীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও, দখল পুনরায় ঠেকাতে প্রশাসনের দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!