ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৫, ০৬:৫১ পিএম

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কৃষককে গুলি করে এবং নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার আধা ঘণ্টা পর বিএসএফ সদস্যরা নিহতের মরদেহ তুলে নিয়ে যায়।

বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের ৮৯৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম হাসিনুর ইসলাম (২৬)।

তিনি সিংগীমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, কয়েকজন কৃষক সীমান্তের বাংলাদেশ অংশে ঘাস কাটছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিংগীমারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হাসিনুর ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এরপর বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে তাকে বন্দুকের বাট দিয়ে খুঁচিয়ে মারধর করে এবং পরে মরদেহ নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হাসিনুর একজন ইটভাটার শ্রমিক। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছিলেন। বুধবার তিনি নিজের জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ তুলে নিয়ে যায়।

ঘটনাটি কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটির পর বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!