ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পীরগাছায় পুকুরের লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৩৭ পিএম

পীরগাছায় পুকুরের লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ

রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজির মিয়া (৫৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বীরনারায়ন গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার মা ও ছোট ভাইয়ের নামে ২০২১ সালে ক্রয়কৃত ৪৪ শতক জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। ওই জমির একাংশে পুকুর খনন করে মাছ চাষ করছিলেন তিনি। তবে প্রতিবেশী আজির মিয়া ও তার লোকজন জমিটি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছেন।

রফিকুল ইসলামের অভিযোগ, বুধবার দুপুরে তার প্রতিপক্ষরা পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে প্রায় ২০ মণ ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এরপর তারা উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে একটি এস্ক্যাভেটর দিয়ে মাটি খনন শুরু করে।

এ সময় রফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খনন কাজ বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, এর আগেও ঈদের সময় ওই পুকুরে পানি সেচ দেওয়ার সময় তার সেচ পাম্প চুরি করা হয় এবং এ নিয়ে তার বাবাকে মারধর করে রক্তাক্ত করা হয়। প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না বলে দাবি করেন তিনি। রফিকুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

অন্যদিকে অভিযুক্ত আজির মিয়া বলেন, “উক্ত জমির রেকর্ড, খাজনা-খারিজ সবই আমাদের নামে। পুকুরটিও আমাদের। তাই আমরা সেখান থেকে মাছ ধরেছি।”

এ বিষয়ে পীরগাছা থানার এসআই শাহ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এস্ক্যাভেটর দিয়ে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে।”

ইএইচ

Link copied!