নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি:
মে ২, ২০২৫, ০৪:৩৩ পিএম
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি:
মে ২, ২০২৫, ০৪:৩৩ পিএম
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
শুক্রবার (২ মে) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন ও মো. ইকবাল হোসাইন এবং নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাঁরা শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বিআরইউ