Amar Sangbad
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫,

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ৩, ২০২৫, ০৩:৩৫ পিএম


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে "মেধা মূল্যায়ন–২০২৪" উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সরিষাবাড়ী কিন্ডারগার্টেন ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আব্দুল বারেক এবং হাবিবুর রহমান হেলাল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ১৮টি কিন্ডারগার্টেন থেকে নির্বাচিত ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম।

ইএইচ

Link copied!